সিলেটে ৭৮ ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টাইনে

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের নমুনায় করোনা শনাক্ত হওয়ার পর ওই হাসপাতালের ৭৮ ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ওই ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে আটজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাকিদের নমুনাও পরীক্ষা করা হবে।

ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘গত বুধবার হাসপাতালের এক ইন্টার্ন করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি গাজীপুর থেকে সিলেট এসেছিলেন। এরপর সব ইন্টার্নকে হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’

শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক চিকিৎসকসহ দুজন করোনায় মারা গেছেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ