গৃহবন্দী শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের স্থানীয় খেয়াঘাট বাজার শাখা শ্রমিক ইউনিয়নের রেজিঃ ২৩৫৯ উদ্যোগে শাখার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গৃহবন্দী ৬০ জন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) মহামারী করোনাভাইরাসের প্রভাবে গৃহবন্দী হয়ে পড়া শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে ১নং ফতেপুর ইউনিয়নের স্থানীয় খেয়াঘাট বাজার শাখা শ্রমিক ইউনিয়ন।

এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন(২৩৫৯) এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, মাহমুদ মিয়া, সমাজ কর্মী ওয়েছ আহমদ, আলী হোসেন, শ্রমিক নেতা জুবের আহমদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আলম, সোবহান মিয়া প্রমুখ।

জনাব আজিজুল হক সেলিম বলেন, এ মহা সংকটকালীন সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সবাইকে শ্রমিকসহ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ও আজকের খাদ্য সামগ্রী বিতরণ সমাজের যারা অনুদান দিয়ে সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ