মৌলভীবাজারে নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত
মৌলভীবাজারে নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে সর্বমোট ৫ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত দুইজনই পুরুষ। একজনের বয়স ২১, আরেকজনের বয়স ৪০ বছর।
শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার সিলেটে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা ফলাফল পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন হবিগঞ্জ জেলার। বাকীদের মধ্যে মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের ১জন। তবে শুক্রবার সিলেট জেলায় কোনো রোগী শনাক্ত হননি।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলেন। এরমধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। এরআগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওসমানীতে পরীক্ষায় ১৬ জন ও বুধববার ১৩ জনের করোনা পজেটিভ আসে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

