রাজনগরে আরও একজন করোনা রোগী শনাক্ত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
জানাযায়, তিনি রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কার্যক্রমের পোর্টার হিসেবে কাজ করে আসছেন।
আক্রান্ত এই ব্যক্তি রাজনগর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা। তার বয়স ৫০ বছরের বেশি।
শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে ১৮৮ টি টেস্টে করা হয়। এরমধ্যে ৮ জন সনাক্ত হন। তাদের মধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১ জন ও রাজনগর উপজেলার একজন।
উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল রাজনগর উপজেলার আকুয়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে একজন মারা যান। এ নিয়ে রাজনগরে ২ জন করোনা রোগী শনাক্ত হলো।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান