ওমান থেকে ফিরলেন ২৮৮ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ফিরলেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে ওমান সরকার তাদের দেশে ফেরত পাঠিয়েছে।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগে বিদেশ ফেরতদের স্ক্রিনিং করা হয়। এরপর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছিল, তাদের বাসায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

কিন্তু কতজনের কাছে সার্টিফিকেট ছিল, তা স্বাস্থ্য কেন্দ্র সূত্র নিশ্চিত করেনি।

এদিকে, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, আজ ওমান থেকে ফেরত পাঠানোদের মধ্যে সবার কাজের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। তাই মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ওমান সরকার তাদের ফেরত পাঠিয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ