এখনও নেইমারকে রিয়ালে দেখার স্বপ্ন পেরেজের

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের উত্থানের পর থেকেই তাকে চোখে চোখে রেখেছিল রিয়াল মাদ্রিদ। কিনতে পারেনি। দাও মেরে দেয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এরপর রেকর্ড দামে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে বিক্রি করে বার্সা ব্যবসাও করে নেয় আরেক দফা। নেইমার পিএসজিতে যাওয়ার পর প্রতিটি দলবদল মৌসুমেই গুঞ্জন ওঠে তিনি রিয়ালে আসছেন। রিয়ালে আর আসা হয় না তার। তাই বলে নেইমারকে পাওয়ার আশা এখনও ছাড়েননি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমনটাই বলছেন ব্রাজিলিয়ান ফুটবলারের এজেন্ট ওয়াগনার রিবেইরো।

ইএসপিএন-এর শো ‘কানাল দো নিকোলা’তে রিবেইরো বলেছেন, ‘বেশ কয়েকবার মাদ্রিদে গিয়েছিলাম আমি।

কারণ নেইমারকে রিয়ালে আনার স্বপ্নটা এখনো দেখে যাচ্ছেন ফ্লোরেন্তিনো। গত বছরের মে মাসে আমি তার অফিসে গিয়েছিলাম। তখন তিনি নিজেই সেই স্বপ্নের কথাটা আমাকে বললেন।’
২০১৭ সালে পিএসজিতে ২২২ মিলিয়ন ইউরোতে যোগ দেন নেইমার। ট্রান্সফারমার্কেট অনুযায়ী নেইমারের দাম এখন ২০০ মিলিয়নের নিচে। রিরেইরো যা বললেন, তাতে আশাবাদী হতে পারে রিয়াল, ‘এখন নেইমারকে নিতে ১৬৪ মিলিয়ন ইউরো খরচ হতে পারে।’

কিন্তু নেইমার কি রিয়ালে আসতে চাইবেন? তার মন যে সাবেক ক্লাব বার্সেলোনাতেই মন পড়ে আছে। ‘আইডল’ মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আবার লড়তে চান মাঠে। ২০১৫ সালে মেসি, সুয়ারেজের সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বাদ নিয়েছিলেন নেইমার। পিএসজিতে কিলিয়ান এমবাপ্পে অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো সতীর্থ পেয়েও তার গত দুটি চ্যাম্পিয়ন্স লীগ কাটে হতাশায়। নিজেও ছিলেন ইনজুরিতে। এবার অবশ্য নেইমারের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে গেছে পিএসজি। ব্রাজিলিয়ান তারকার কাঁধে চেপে আরও বড় কিছুর স্বপ্ন দেখছে ফরাসি জায়ান্টরা।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ