ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেত থেকে এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভপলা গ্রামের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল (১৪) উপজেলার ভপলা গ্রামের সাদিকুল এর ছেলে। সে বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেনীর ছাত্র ছিলেন ।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত ) গোলাম মূর্তুজা বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এশিয়াবিডি/কামরান/আরিফ

আরও সংবাদ