বিধবা মহিলার ধান কেটে দিল জুড়ী ছাত্রলীগ
প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের মানুষ যখন ঘরবন্দী, তখন প্রাণের ভয়ে শ্রমিকেরাও গৃহবন্দী। শ্রমিক সংকটে পাকা ধান কাটতে না পারা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সারা দেশের কৃষকরা।
গত কদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন মৌলভীবাজারের কৃষকরা। ঠিক সেই সময়ে ভোগতেরা পার্শ্ববর্তি হাকালুকি হাওড়ে বিধবা একজন মহিলার দেড় বিঘা জমির ধান কেটে দিল জুড়ী উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া উজ্জ্বলের নেতৃত্বে উপস্তিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সুহাদ আল আজাদ, জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল খায়ের সায়মন, যুগ্ম আহবায়ক রাজিবুর রহমান, জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সুজল, কৃষকলীগ এর সভাপতি বাদল দাশ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি নেতা সুরমান চৌধুরী, শাহাদাত হোসেন, বদরুল ইসলাম, শ্রমিক লীগ সদস্য সচিব ওয়ারিছ উদ্দিন আহমেদ প্রমূখ।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

 
			 
 