সেই চাল লুটের ঘটনায় মামলা!
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জে ট্রাক থেকে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ চালের বস্তা লুটের ঘটনায় মামলা হয়েছে।
উপজেলার তিনটি ইউনিয়নের চালের ডিলারসহ আটজনকে আসামি করে রোববার (২৬ এপ্রিল) রাতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুমানা আফরোজ।
মামলার আসামিরা হলেন, মিল মালিক শফিক আহমদ, কালীগঞ্জ বাজারের ডিলার জয়নাল আহমদ, কসকনকপুর ইউনিয়নের ডিলার আব্দুল মুকিত, বারঠাকুরী ইউনিয়নের ডিলার আব্দুল আজিজ, ট্রাকচালক কামরুল ইসলাম, ট্রাকচালকের সহকারী সইফ উদ্দিন ও স্থানীয় চাল লুটের সঙ্গে জড়িত দেলোয়ার হোসেন ও বিপ্লব আহমদ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে উপজেলার কসকনকপুর, মানিকপুর ও বারঠাকুরি ইউনিয়নে ডিলারের মাধ্যমে ১০ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি করে বিক্রির কথা ছিল। কিন্তু পারস্পরিক যোগসাজশ করে ট্রাকে করে চাল বাজারে নিচ্ছিল। কালীগঞ্জ বাজারের উপস্থিত জনতার সন্দেহ হলে ট্রাকভর্তি চাল আটক করে পুলিশকে খবর দেয়। এসময় স্থানীয় কিছু লোক চাল লুটপাট করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে। পরে মিল মালিকসহ আরও দুইজনকে আটক করা হয়।
উল্লেখ্য, রোববার দুপুরে কালীগঞ্জ বাজারে ট্রাকে ‘খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া’ বস্তায় চাল দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। তারা ট্রাকের চালক ও হেলপারকে এ ব্যাপারে প্রশ্ন করলে সদুত্তর পায়নি। চাল চুরির বিষয়টি বুঝতে পেরে তারা পুলিশে খবর দেয়। ওই সময় কিছু লোক ট্রাকে উঠে চাল লুটপাট করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে লুটপাট বন্ধ করে। ট্রাকে ৫৭০ বস্তা চাল ছিল। তবে পুলিশ ৩৪৬ বস্তা চাল উদ্ধার করে।
★★গুদামে নেয়ার পথে ট্রাক থেকে চাল ছিনিয়ে নিলো জনতা
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ