জুড়ীতে নতুন ৭ জন হোম কোয়ারেন্টাইনে

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অধিবাসী ৭ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ তথ্যটি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সমরজিৎ সিংহ।

ইউএইচএফপিও জানান, এই ৭ জনের মধ্যে ২ জন সম্প্রতি ঢাকা থেকে এবং অন্য ৫ জন ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।আগামি ১৪ দিন নির্দিষ্ট নিয়ম পালনসহ হোম কোয়ারেন্টিনে থাকতে তাদের বাড়ীতে গিয়ে নির্দেশ দেয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার মোট ১২৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এরমধ্যে নির্দিষ্ট সময় পরে ১১৮ জনকে ছাড়পত্র দেয়ার পর ৭ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

এশিয়াবিডি/মারুফ/সাইফ

আরও সংবাদ