ত্রানের পরিবর্তে চর থাপ্পড়
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১নং বৈরাগ ইউনিয়নে ত্রাণ চাওয়ায় কুনছুমা বেগম (৪৫) নামে এক মহিলা কে ত্রাণের পরিবর্তে চড় থাপ্পর মারার অভিযোগ পাওয়া গেছে এক নারী ইউপি সদস্যের বিরোদ্ধে। চড় থাপ্পর মারার অভিযোগ এনে উক্ত ইউপি সদস্যের বিরোদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত এই নারী।
অভিযুক্ত ইউপি সদস্য হল উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৭, ৮, ৯ নং সংরক্ষিত (মহিলা) ইউপি সদস্য কুনছুমা আক্তার(২৫)।
থানা সূত্রে জানা যায়,শনিবার(২৫ এপ্রিল) দুপুর সাড়ে বারাটার দিকে করোনা ভাইরাসের দুর্যোগ সময়ে কুনছুমা বেগম খাদ্য অনাহারে থাকায় ঐ ইউপি সদস্যের বাড়িতে বেশ কয়েকজন মহিলা ত্রাণ সহায়তা চাইতে যান।
দীর্ঘক্ষণ বসায় রেখে মহিলাদের চলে যেতে বললে ত্রাণ চায়তে আসা মহিলারা কেন ত্রাণ পাবেনা প্রশ্ন করলে মহিলাকে চড়- থাপ্পর মেরে আহত করে।
কুনছুমা বেগম থেকে জানা যায় , বর্তমান সময় তার পরিবারের অবস্থা খুব অসহায়। সে স্থানীয় লোক সূত্রে ত্রাণ দেওয়ার কথা জানতে পেরে ওই মহিলা ইউপি সদস্য বাড়িতে যাই । ত্রানের কথা বলার পর তাঁকে ইউপি সদস্যর স্বামী
১নং বিবাদী আবদুল আজিজ (২৮) সহ তাঁকে মারধর করে লাঞ্ছিত করেন । এর জন্য তিনি মহিলা ইউপি সদস্য সহ অভিযুক্তদের বিচার দাবি করেন।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ত্রাণ চাইতে গিয়ে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এশিয়াবিডি/কামরান/জাহিদ

