জুড়ীতে ১৩ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে ১৩ জনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৭ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় উপজেলার ছোটধামাই গ্রামের অলক রুদ্র পাল, জালালপুর গ্রামের কবির আহমদ, দীঘলবাক গ্রামের ইসলাম উদ্দিন, কোনাগাঁও গ্রামের কামাল আহমদ, পশ্চিম ভবানীপুর গ্রামের আতাউর রহমান, ভবানীপুর গ্রামের সাকির চৌধুরী, দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মনির হোসেন, শাহপুর গ্রামের ফজলু মিয়া, বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মো: সুনু মিয়া, কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মাজেদুল ইসলাম, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় উপজেলার ভোগতেরা গ্রামের জুনেক আহমদ, বড়লেখা উপজেলার গাংকুল গ্রামের মারুফ হোসেন এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় উপজেলার কালনীগড় গ্রামের আব্দুল জব্বারসহ প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এশিয়াবিডি/মারুফ/মুবিন
