খেলাফত মজলিসের উদ্যোগে দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের করোনায় কর্মহীন অসহায় হয়ে পড়া ২০৪ টি অসহায়-দিনমজুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বালাগঞ্জ সদরস্থ আলহেরা আইডিয়াল একাডেমি প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ আহমদ মিসবাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খেলাফত মজলিস সিলেট জেলা’র শিক্ষা ও সাহিত্য ও সম্পাদক, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, সংগঠনের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সহ-সাধারণ মাওলানা গিয়াস উদ্দিন নোমান , অর্থ সম্পাদক আবু শাহাজান, প্রশিক্ষণ সম্পাদক মীম হুসাইন, হুসাইন আহমদ, হুসাইন আহমদ আওলাদ প্রমুখ।
এশিয়াবিডি/কামরান/তারেক