গভীর সঙ্কটে আসামের পর্যটন বিভাগ, লোকসান কয়েক লক্ষ টাকা
প্রথমে কা আন্দোলন, তারপর মহামারি করোনা ভাইরাস। গভীর সঙ্কটে পড়েছে আসামের পর্যটন বিভাগ। এবারে লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছে মানস, পবিতরা ও কাজিরাঙায়। লকডাউনের জেরে দেশের বিভিন্ন স্থানের সহিত রাজ্যের পর্যটন বিভাগও ব্যাপক লোকসানে পড়ে গভীর সঙ্কটের সম্মুখীন হয়েছে।
বিশেষ করে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব সংগ্রহ হওয়া মানস রাষ্ট্রীয় উদ্যান, পবিতরা অভয়ারণ্য এবং কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানের স্থবিরতায় সঙ্কটের গ্রাসে ঠেলে দিয়েছে রাজ্যের পর্যটন খণ্ডকে। অক্টোবর ও নভেম্বর মাস থেকে এই রাষ্ট্রীয় উদ্যান তথা অভয়ারণ্যগুলোকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ২০১৯-২০ বর্ষের শুরুতে রাজ্যের কা আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলেছিল এসব পর্যটন ক্ষেত্রে। আগমন ঘটেনি পর্যটকদের। এবার ভূতের উপর দানব হিসেবে এলো মহামারি করোনা।
পবিতরা অভয়ারণ্যে বিগত ২০১৮-১৯ বর্ষে ৬১,৫৬,৮২৫ টাকা রাজস্ব সংগ্রহ হয়েছিল। কিন্তু এবার রাজস্ব সংগ্রহ হয়েছে মাত্র ৩২,৭৬,৯০০ টাকা। এমন পরিস্থিতিতে পবিতরায় জিব সাফারি করে সংসার চালানো লোকদের মাথায় হাত। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানেও প্রথমে কা আন্দোলন ও বর্তমানে মারণব্যাধী করোনায় বিপাকে ফেলেছে রাষ্ট্রীয় উদ্যানের সহিত জড়িত থাকা বিভিন্ন ব্যবসায়ীদের।
এদিকে, বিগত বছর প্রায় এক কোটি টাকা রাজস্ব সংগ্রহ হওয়া মানস রাষ্ট্রীয় উদ্যানেও এই একই অবস্থা। মাথায় হাত জিব সাফারি এবং লজ ব্যবসার সাথে জড়িত লোকদের। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এসব পর্যটন সমূহে পর্যটকদের জন্য আগে থেকেই সময় নির্ধারণ করে রাখা হয়। এবছরের সময় লকডাউনের মধ্যে শেষ হয়ে যাওয়ার দরুণ চলতি বছরের লোকসান কাটিয়ে উঠতে আগামী বর্ষের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো গতি নেই।
এশিয়াবিডি/লতিফি/ডেস্ক

 
			 
 