নানামুখী কর্মসূচিতে মানুষের পাশে ছাত্রলীগ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগও নানামুখী কর্মসূচি নিয়ে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

সংগঠনটির সভাপতি মেহেদী হাসানের উদ্যোগ ও তত্ত্বাবধানে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই গরিবদের মধ‌্যে খাদ্যসামগ্রী বিতরণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, রাজধানীর বিভিন্নস্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা, ফ্রি সবজির বাজার বসানোর কাজ করে আসছেন নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর চকবাজারসহ আরও কয়েকটি স্থানে ফ্রি সবজি বাজারের ব্যবস্থা করা হয়েছে।

মেহেদী হাসান বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে ছাত্রলীগ নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা সংকটেও সংগঠনের নেতাকর্মীরা ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করেছে।  ঢাকা মহানগর ছাত্রলীগও এই দুর্যোগে বসে নেই।  বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে আছে।  করোনাযুদ্ধ শেষ না হওয়া পর্ন্ত মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ