সিলেটে শীঘ্রই আত্মপ্রকাশ হচ্ছে ক্যাবল ফিড অপারেটর সমিতি


সিলেটে ক্যাবল সেবা প্রদানকারী বিভিন্ন ক্যাবল অপারেটরদের সমন্বয়ে খুব শীঘ্রই আত্বপ্রকাশ করতে যাচ্ছে সিলেটের প্রথম ক্যাবল ফিড অপারেটর সমিতি। ‘’সিলেট ক্যাবল ফিড অপারেটর সমিতি’’-নামে এই সমিতি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) সংক্ষিপ্ত এক সভায় ক্যাবল অপারেটরগন মিলিত হন। বর্তমান লকডাউন পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত ও স্বল্প পরিসরে সভাটি অনুষ্ঠিত হয়।

এডভোকেট আফসর আহমেদের সভাপতিত্বে এবং সামস্ উদ্দিন সামস্-এর পরিচালনায় প্রস্তুতিমূলক এই সভায় সরাসরি ও অনলাইনের মাধ্যমে অনেক ক্যাবল অপারেটর অংশ নেন। এসময় ক্যাবল অপারেটরগন সিলেটে একটি সমিতি গঠনের গুরুত্ব তুলে ধরেন। গ্রাহকদের আরও অধিক সুবিধা প্রদান এবং নিজেদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এ ধরনের একটি সমিতি দ্রুততম সময়ের মধ্যে গঠনের প্রস্তাবনা দেন। প্রস্তাবনা অনুসারে এডভোকেট আফসর আহমেদকে প্রধান সমন্বয়কারী করে পাঁচ সদস্যের সমিতি বাস্তবায়ন কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আফসার আজিজ, সামস্ উদ্দিন সামস্, মোহাম্মদ লাহিন উদ্দিন এবং মো. জমিরুল ইসলাম।

রোমেনা ক্যাবল-এর সত্ত্বাধিকারী শেখ ফখরুল ইসলাম ফখর ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটের ক্যাবল ফিড ব্যবসায়ীরা সবসময় নির্যাতিত। তাই ঐক্য ছাড়া কোন উপায় নেই। ওয়ার্ল্ড স্যাটেলাইট-এর সত্ত্বাধিকারী আব্দুল হালিম চৌধুরী বলেন, এই সমিতি গঠনের মাধ্যমে সিলেটের ক্যাবল ব্যবসায় নতুন গতি আসবে। তিনি বলেন, আজ আমরা ঐক্যবদ্ধ, আর এ শক্তি দিয়েই আমাদের ন্যায্য দাবি আদায় করবো।

গুরুত্বপূর্ণ এ সভায় সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন- এডভোকেট আফসর আহমেদ, খোয়াজ রহিম সবুজ, আফসার আজিজ, মোহাম্মদ লাহিন উদ্দিন, জিয়াউর রহমান চৌধুরী, মো. বিপু আহমদ, আবুল হাসান রুহিন, সামস্ উদ্দিন সামস্ , মো. জমিরুল ইসলাম, শেখ সামাদ আহমদ, রাসেল আহমদ চৌধুরী, আফজাল হোসেন, শাহার আলী, মো. আলাউদ্দীন, আব্দুল কুদ্দুস মজুমদার, শেখ ফখরুল ইসলাম, কামাল আহমদ লিটন, শাহ জাকের আহমদ, মো. আব্দুল হালিম চৌধুরী প্রমুখ।

সংগঠনটি শুধুমাত্র সিলেটের ক্যাবল অপারেটরদের সমন্বয়ে গঠিত হবে। সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে নীতিমালা প্রণয়ন করে সমিতির কাজ শুরু করা অন্যতম। বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য আলাদা আলাদা টিম করে দেয়া হয়। এছাড়া সদস্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ দেয়া হয়-যাদের কাজ হবে বিভিন্ন ক্যাবল অপারেটরদের তথ্য অবহিত করা এবং তাদের সম্মতি গ্রহণ করা। আগামি ৬ মে সমিতির পরবর্তী সভা আহবান করে সভাপতি সভা শেষ করেন।

এশিয়াবিডি/কামরান/তারেক 

আরও সংবাদ