জুড়ীতে ১০ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা


হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১০ জনকে মোট ৮ হাজার ৮ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক। এ সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ অভিযানে সড়ক পরিবহন আইনে উপজেলার শাহপুর গ্রামের এনামুল ইসলাম দুই হাজার, কোনাগাঁও গ্রামের আব্দুল আজিজ দুই হাজার, বেলাগাঁও গ্রামের নজরুল ইসলাম এক হাজার, বাছিরপুর গ্রামের নাছির উদ্দিন এক হাজার, কাশিনগর গ্রামের রুমন দাশ এক হাজার, কলেজ রোডের শাহিন আহমদ এক হাজার, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় উপজেলার কলাবাড়ী বাজারের হেলাল মিয়া দুুইশ, নামর আলী দুুইশ, উত্তর সাগরনাল গ্রামের ফরিদ আলী দুইশ ও দক্ষিণ বড়ডহর গ্রামের উজ্জ্বল আহমদ দুইশ টাকাসহ দশ জনকে ৮ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক বলেন, জুড়ী উপজেলায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অব্যাহত রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে আমরা কঠোরভাবে তদারকি চালাচ্ছি।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ