মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

এই অভিনেতার মুখপাত্রের বরাত দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে।

মৃত্যুকালে ইরফানের পাশে ছিলেন স্ত্রী সুতপা সিকদার এবং দুই সন্তান বাবিল ও আয়ান।

কয়েক দিন আগে কোলনে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হন ইরফান।  মঙ্গলবার মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার এই অভিনেতার মৃত্যুর গুজব উঠে। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইরফান লড়াই চালিয়ে যাচ্ছেন।

২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হন ইরফান। লন্ডনে গিয়ে চিকিৎসাও নেন। এরপর খানিকটা সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয় করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে প্রচারণায় ছিলেন না।

এ দিকে শনিবার জয়পুরে মারা যান ইরফানের মা সাঈদা বেগম (৯৫)। তখন ভারত জুড়ে চলমান লকডাউনের জেরে মায়ের জানাজায় যেতে পারেননি অভিনেতা।

ইরফান খান ১৯৬৭ সালের ৭ জানুয়ারি ভারতের জয়পুরে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে স্কলারশিপ পান নয়া দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে। ছোটপর্দা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও ১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সালাম বম্বে’র মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমায় অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে হায়দার, দ্য লাঞ্চবক্স, লাইফ ইন আ মেট্রো, পিকু, হিন্দি মিডিয়াম, দ্য নেমসেক, লাইফ অব পাই প্রভৃতি।

ভারতের বেসামরিক সম্মান পদ্মশ্রী রয়েছে ইরফানের ঝুলিতে। ‘পান সিং তমর’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জেতেন জাতীয় পুরস্কার। এ ছাড়া একাধিকবার পান ফিল্মফেয়ার পুরস্কার।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ