বরো ধানের লক্ষমাত্র ৬৫-৬৮ হাজার মেট্রিকটন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এবছর বরো চাষ করা হয়েছে ১৩ হাজার ১৩০ হেক্টর জমিতে যেখানে লক্ষমাত্র ছিল ৭২ হাজার মেট্রিকটন ধান। এবিষয়ে রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান এ বছর উপজেলায় আমাদের লক্ষমাত্র ছিল ১২ হাজার ৬শত হেক্টর জমি তবে চাষ হয়েছে ১৩ হাজার ১৩০ হেক্টর জমিতে। তার বিপরীতে পাকা ধানের লক্ষমাত্র ছিল ৭২ হাজার মেট্রিকটন ধান যেখান থেকে চাল পাওয়া যাবে ৫০ হাজার মেট্রিক টন।

তবে অতি খরা বা অনা বৃষ্টির কারণে উজান ও উচৃু জমিতে ফলন একটু কম হয়েছে এবং প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভভাবনায় কৃষক একটু আগেই ধান কাটতে শুরু করেছেন। ইতিমধ্যেই ৬৮-৭০ ভাগ ধান কর্তন হয়েছে।
কোন বড়ধরণের প্রাকৃতিক বিপর্যয়ের আগেই কৃষক যদি ধান সংগ্রহ করে ফেলেন তবে আমরা ৬৫-৬৮ হাজার মেট্রিকটন ধান পাওয়ার আশা রাখছি।

বর্তমানে আবহাওয়া অনুকুলে রয়েছে, চলতি মাসের মধ্যেই হাওরের ধান ঘরে তোলা সম্ভব।
তবে যে কোন সময় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তাই কৃষি কর্মকর্তা কৃষকের ধান কর্তনের জন্য বিভিন্ন ভাবে সাহায্য করছেন এবং শ্রমিকের যোগান দিচ্ছেন।

এশিয়াবিডি/কামরান/ফুয়াদ

আরও সংবাদ