রাতের আঁধারে রামিসা এন্টারপ্রাইজের ত্রাণ পেল দু’শত পরিবার

করোনা প্রাদুর্ভাবের মাঝে রাতের আঁধারে রামিসা এন্টারপ্রাইজের ত্রাণ পেল দু’শত কর্মহীন ও দোস্ত পরিবার।রামিসা এন্টারপ্রাইজের পরিচালক প্রচার বিমুখ মোহাম্মদ হাসান উদ্দিন রাতের আঁধারে ঘরে ঘরে গিয়ে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।

বুধবার (২৯ শে এপ্রিল) দিবাগত রাতে তার নিজ বাড়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে দু’শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌছে দেন। এই বিষয়ে রামিসা এন্টারপ্রাইজ এর পরিচালক হাসান উদ্দিন বলেন,এই দুর্যোগের সময় অনেক রাজনৈতিক প্রতিনিধি সহ বিভিন্ন সমাজসেবী সংগঠন গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছে। কিন্তু অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা তাদের দূরাবস্থার কথা কাউকে মূখ ফুটে বলতে পারেনা।

তাই এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত নির্বিশেষে দু’শত পরিবারের মাঝে প্রথম দফায় ত্রান বিতরণ সমাপ্ত করা হয়েছে। পরিস্থিতি এরূপ থাকলে আরো কয়েক দফায় ত্রান বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

এশিয়াবিডি/কামরান/জাহিদ

আরও সংবাদ