ঠাকুরগাঁওয়ের ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত । তার বাড়ি পীরগঞ্জের সূয়দপূর ইউনিয়নের কোষাপড়া গ্রামে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ঢাকা থেকে পীরগঞ্জে আসেন।
এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় মোট ১৬ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হলো। এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ১৪ জন চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২৮শে এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত জেলায় মোট ৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।’
গত ১১ই এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হলে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন
এশিয়াবিডি/কামরান/আরিফ