রোহিঙ্গা দালালসহ ২৯ রোহিঙ্গা আটক!
কক্সবাজারস্থ উত্তর নুনিয়ারছড়া বাঁকখালী মোহনার প্যারাবন থেকে দালালসহ ২৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড।
২ মে (শনিবার) ভোর সাড়ে ৪ টার দিকে স্থানীয় জনগণের সহযোগিতায় কোষ্টগার্ড কর্তৃক তাদেরকে আটক করা হয়। ধৃততের মধ্যে মহিলা ১৯ জন, পুরুষ ৪, শিশু ৫ এবং রোহিঙ্গা দালাল ১জন।
জানা যায়, ওই দালালের নাম হাফেজ আহমদ (৪৫) কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, সেক্টর- সি, রুম নং–৪।
পরবর্তীতে সকাল ৭ টার দিকে ওই রোহিঙ্গাদের দলালসহ কোষ্টগার্ড কর্তৃক একটি বোটে করে এবং বাঁকখালীর মোহনা হতে সমুদ্রে কোষ্টগার্ডের জাহাজে করে ভাসানচড়ে পাঠানো হয়েছে।
এশিয়াবিডি/সাইফ/সানী

