জুড়ীতে পোল্ট্রি ফার্ম ভাংচুর!
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের নেতৃত্বে পোল্ট্রি ফার্মে হামলা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) রাতে পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে দীনবন্ধু সেনের একটি লেয়ার পোল্ট্রি খামার ভাঙ্গচুর করে লন্ডভন্ড করা হয়েছে ।
এসময় এলাকাবাসীর সাথে উপজেলা চেয়ারম্যানের দাওয়া-পাল্টা-দাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাজান মিয়া সহ বেশ কয়েকজন আহত হলে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকে আটকে রাখে।
খবর পেয়ে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ও ওসি তদন্ত আমিনুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিত নিয়ন্ত্রন করেন। এসময় পুলিশ কে সহযোগিতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির খালাতো ভাই আহমদ কামাল অহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সাবেক ইউপি সদস্য আনফর আলী, আওয়ামীলীগ নেতা ডাঃ কাইয়ুম ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
পরে জনতার হাত থেকে পুলিশ উপজেলা চেয়ারম্যানকে উদ্ধার করে বাড়ী পৌছে দেন এবং আহতদের চিকিৎসার জন্য সরকারি এম্বুলেন্স দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এশিয়াবিডি/সাইফ/মারুফ

