হবিগঞ্জে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্টানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে ৷
শনিবার (২রা মে) দুপুর১২ টায় হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে হবিগঞ্জ সদরের গোপায়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ৷
এ সময় মুল্য তালিকা না থাকা,অপরিচ্ছন্ন পরিবেশে ইফতার বিক্রি, ও মেয়াদোর্ত্তীন পন্য বিক্রির দায়ে ৫টি প্রতিষ্টানকে মোট ৮হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয় ৷
অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন জেলা পুলিশের একটি টিম ৷
এসময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন -বাজার নিয়ন্ত্রন রাখতে এ অভিযান অব্যাহত থাকবে ৷
এশিয়াবিডি/কামরান/মিলাদ