এসি বিস্ফোরণে দুজনের মৃত‌্যু!

নয়াপল্টনে সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুজন মারা গেছেন। তারা হলেন- রাসেল পাটোয়ারী (২৮) ও শাহ আলম (৫০)।

শনিবার (২ মে) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যু হয় তাদের।

ঢামেক হাসপাতালে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খাদ্যনালীসহ ওই দুজনের শরীরের বেশির ভাগ পুড়ে গিয়েছিল। লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, গত বুধবার (২৯ এপ্রিল) রাতে পল্টন থানার বিপরীতে স্টাইল জোন সেলুনে রাত নটার দিকে বিকট শব্দে এসির কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে সেলুন মালিক কালামসহ তিন জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেলুনের মালিক কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ