বিশ্বনাথে খেলাফত মজলিসের উদ্যোগে অর্ধশত অসহায় পরিবারকে উপহার সামগ্রী বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার অসহায়-দিনমজুর অর্ধশত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে অর্ধশত পরিবারের কাছে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণকালে সকলকে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়া, শারিরীক দূরত্ব বজায় রাখা এবং প্রত্যেককে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ কেজি চানা, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পেঁয়াজ।

উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাবেক সভাপতি মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক সাংবাদিক আনহার বিন সাইদ, হাফিজ শরীফ উদ্দীন, মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

এশিয়াবিডি/কামরান/তারেক

আরও সংবাদ