সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন ৭ জন

পৃথিবীজুড়ে মহামারী করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় সিলেট বিভাগে প্রথম ধাপে ৭ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার তাদেরকে মুক্তি দেওয়া হয় বলে কারা সূত্রে জানা যায়।

সিলেটের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তি পাওয়া ৭ কয়েদির সাজার মেয়াদ ছিলো ৬ মাস থেকে ১ এক বছর।

সিলেটে আরও দুইধাপে এক মাস থেকে তিন মাস সাজাপ্রাপ্ত ও তিনমাস থেকে ছয় মাস সাজাপ্রাপ্ত কিছু কয়েদিকে মুক্তি দেওয়া হবে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশের কারাগারগুলোতে কয়েদির সংখ্যা কমাতে দুই হাজার ৮৮৪ জনকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদের মধ্যে গতকাল শনিবার (২ মে) প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ জন কয়েদি। বাকিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।

কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল আবরার হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাদেশ প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্রিয়ার প্রথম ধাপে মুক্তি দেওয়া হলো ১৭০ জনকে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ