কবিতাঃ করোনা ও চোর
করোনা ও চোর
নাহিদুর রহমান
বিশ্ব জুড়ে করোনা এখন
বন্দি মানুষ ঘরে,
হাজার ছেড়ে লাখো প্রাণ
ঝড়লো অকাতরে।
ঈমানদার আজ বেড়ে গেছে
মসজিদ ঘরে ঘরে,
চোর আছে চুরির তালে
ভয় নাহি অন্তরে।
গরীব দুঃখী ঘরে বসে
ক্ষুদায় পরে লুটে,
ত্রানের খাদ্য নেতার আলয়
জ্বালা দুঃখীর পেটে।
ধনির ঘরে মজুদ খাবার
চিন্তা কি আর মনে?
দিন মজুরের মাথায় হাত
মরবে ক্ষুদার রণে।
রুগির পিছে ডাক্তার এখন
প্রজার পিছে পুলিশ,
নেতার চক্ষু ত্রানের চালে
ভুক্তরা দেয় নালিশ।
চোরের লিষ্টে নামটি রেখে
হারাচ্ছে নেতা মান,
চাল মজুদে কি হবে আর
যদি না বাঁচে প্রাণ?
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

