করোনা: কোন বিভাগ থেকে কতজন সুস্থ হলেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩ জন। এর মধ্যে ঢাকা সিটির হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন ৬২৪ জন। আর অন্যান্য বিভাগ থেকে ছাড় পেয়েছেন ৪৩৯ জন।
রোববার (০৩ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সুস্থ হয়ে ছাড় পাওয়ার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, এখন পর্যন্ত ঢাকা বিভাগের হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৭২ জন (মেট্টোপলিটন হাসপাতাল ছাড়া), চট্টগ্রাম বিভাগ থেকে ৭২ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ৩১ জন, বরিশাল বিভাগ থেকে ২৯ জন, রংপুর বিভাগ থেকে ২৫ জন, খুলনা বিভাগ থেকে ৬ জন, রাজশাহী ও সিলেট বিভাগ থেকে দুই জন করে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে।
আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

