করোনা: সিলেটে আরও ৯ জন আক্রান্ত

সিলেট বিভাগে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তরা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত হয়েছেন এমন তথ্য জানায়নি সংশ্লিষ্টরা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আজ রবিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৯ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।

বেসরকারি হিসেব মতে এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ