সিলেট ক্যাবল টিভি ফিড অপারেটর সমিতির স্মারকলিপি প্রদান

সিলেট ক্যাবল টিভি ফিড অপারেটর সমিতির পক্ষে দেশের এই সংকটময় সময়ে মাসিক ফিড বিল প্রদানের সময় এবং অযুক্তিক বর্ধিত বিল প্রত্যাহারসহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সিলেট ক্যাবল সিস্টেম ( প্রাঃ) লিমিটেডে এস.সি. এস এর কাছে আবেদন করা হয়েছে।

শনিবার (২ মে) সিলেট নগরী জিন্দাবাজার সহির প্লাজায় এস সি এস এর অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সমিতির পক্ষে আবেদন পত্র জমা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সমিতির সদস্য পযায়ক্রমে মো. সামস্ উদ্দিন সামস্, লাহিন আহমেদ, জাহিদ সরোয়ার সবুজ।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ক্যাবল টিভি অপারেটর সমিতির সমন্নয়ক খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ বলেন বর্তামন পরিস্থিতি ও দাবি দাওয়া নিয়ে এস সি এস কতৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে আশ করি কতৃপক্ষ যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন।
 
এশিয়াবিডি/সাইফ/তারেক

আরও সংবাদ