৪৭ দিনের মাথায় স্পেনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে রোববার স্পেনে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা ১৮ মার্চের পর সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। ৪৭ দিনের মাথায় এসে মৃতের সংখ্যা ২০০ এর নিচে নেমে এলো। শতাংশের হিসাবে সেটা আগের দিনের চেয়ে ০.৭% কম।

এ বিষয়ে স্পেনের জরুরি স্বাস্থ্য ব্যবস্থার ডিরেক্টর ফার্নান্দো সিমন বলেছেন, ‘মৃতের বিষয়ে আসলে কথা বলাটাই কষ্টের, দুঃখের। তারপরও বলতে হয় আজ (রোববার) মৃতের সংখ্যা আগেরদিনের চেয়ে ০.৭ শতাংশ কম ছিলো। যা আমাদের জন্য স্বস্তির। কমেছে নতুন করে আক্রান্তের সংখ্যা। শতাংশের হিসেবে ০.৩৯% কম।’

দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ২৬৪।

আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় দেশটি লকডাউনের কড়াকাড়ি তুলে নিচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ১৫ মার্চ লকডাউন শুরু করে দেশটি। এরপর পর্যায়ক্রমে বাড়তে থাকে। গেল সপ্তাহ থেকে তারা কড়াকড়ি তুলে নিতে শুরু করে। রোববার সাপ্তাহিক ছুটির দিনে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। বাড়ির আঙ্গিনা, পার্ক, রাস্তা ও দর্শনীয় এবং জনপ্রিয় স্থানগুলোতে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। তারা যেন হাফ ছেড়ে বাঁচলো। বন্দিদশা থেকে মুক্তি পেলো।

মহামারি করোনাভাইরাসে দিশেহারা হয়ে পড়েছিল ইউরোপের দেশ স্পেন। মৃত্যুর মিছিল ছুঁয়েছে ২৫ হাজার ২৬৪ জনের প্রাণ। প্রাণঘাতী ভাইরাস আক্রান্ত করেছে দেশটির ২ লাখ ১৭ হাজার। রোববার দেশটিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৩৩ জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ