জুড়ীতে আরো একজনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন করে ১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে ২ পুলিশ সদস্যসহ ৩ জনের করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। সংগৃহীত নমুনার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে কোভিড-১৯ আক্রান্ত ।
আজ সোমবার (৪ মে) রাত বারোটায় ‘এশিয়াবিডি২৪ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সমরজিৎ সিংহ।তিনি বলেন,বাড়ী লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা সেখানে যাচ্ছি।
শনাক্ত ব্যক্তির বাড়ী উপজেলার জাংগিরাই এলাকার মসজিদের পাশে। সে একটি ফার্মেসিতে কাজ করে বলে জানা গেছে।
এশিয়াবিডি/কামরান/মারুফ