জুড়ীতে চতুর্থ করোনা রোগী শনাক্ত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা থেকে নতুন আরও একজন কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৪ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সংগৃহীত নমুনার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে ঐ ব্যক্তিটি কোভিড-১৯ আক্রান্ত । তিনি পেশায় একজন বাবুর্চি।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ২ টায় ‘এশিয়াবিডি২৪ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সমরজিৎ সিংহ।

উল্লেখ্য যে, এর আগে জুড়ী উপজেলায় ২ পুলিশ সদস্যসহ ১ এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হন।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ