করোনা: ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যু এখন যুক্তরাজ্যে
ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা এখন যুক্তরাজ্যে। দেশটিতে ভাইরাসে সংক্রমিত ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে জানানো হয়েছে।
জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, ২৪ এপ্রিল পর্যন্ত ‘কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে’ লেখা ২৯ হাজার ৬৪৮ মৃত্যু সনদ ইংল্যান্ড ও ওয়ালসে দেওয়া হয়েছিল। এর সঙ্গে স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডে করোনায় মৃতের সংখ্যা যোগ করলে মৃতের মোট সংখ্যা দাঁড়ায় ৩২ হাজার ৩১৩।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার ছিল ইতালি। দেশটিতে এ পর্যন্ত ২৯ হাজার ৭৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অবশ্য করোনায় সন্দেহভাজন মৃতদের এই তালিকায় যুক্ত করা হয়নি। মৃতের সংখ্যার দিকে থেকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এর পরের অবস্থানে রয়েছে স্পেন ও ইতালি।
স্পেনে সম্প্রতি করোনায় মৃতের সংখ্যা কমে এসেছে। দেশটিতে এখন করোনায় মৃতের মোট সংখ্যা ২৫ হাজার ৪২৮। আর ফ্রান্সে মারা গেছে ২৫ হাজার ২০১ জন করোনা আক্রান্ত।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ