জুড়ীতে চারটি কওমী মাদ্রাসায় অনুদান প্রদান

 

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চারটি কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

খালেরমুখ নয়াবাজার হাজী ছমির উদ্দিন হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিম খানা, বায়তুল কুরআন ভোগতেরা কওমী মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া জুড়ী ও বিশ্বনাথপুর দারুল উলুম কওমী মাদ্রাসায় ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক সকল মাদ্রাসা প্রধানদের হাতে অনুদানের অনুদান(চেক) তুলে দেন।

এশিয়াবিডি/কামরান/মারুফ 

আরও সংবাদ