মরার উপর খরার ঘা!
সকালের জীপগাড়ি দূর্ঘটনার আঘাতের চিকিৎসা শুরু হতে না হতেই সি.এন.জি দূর্ঘটনার কবলে পড়ে আনোয়ারা উপজেলার বারাখাইন ইউনিয়নের কেইপিজেডের শ্রমিকরা।
আজ (০৬ মে) সকাল ৬ টার সময় উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের ছোটপুল এলাকায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত (কোরিয়ান কোম্পানি) কেইপিজেডের শ্রমিকবাহী একটি জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৬ জন শ্রমিক আহত হয়।
আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। আঘাত গুরুতর না হওয়ার কারণে আহতদের হাসপাতাল থেকে ছাড় দেওয়া হলে বারাখাইন ইউনিয়নের বারাখাইন গ্রামের দুই ভাই সি.এন.জি করে বাড়ি ফিরার পথে দুপুর দেড় টার দিকে বারাখাইন রাস্তার মাথায় সি.এন.জির সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়। তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে টক্কর লেগে জমিতে পডে যায়। এতে গাড়ীর চালক মান্নান (৪৫) সহ গাড়ীতে থাকা শাহাদাত (২৪), ও আতিক (২৩) গুরুতর আহত হয়। চালক সহ তাদের পুনরায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়,যাত্রীদের থেকে একজনের নাকের আঘাত ভারি হওয়ার কারণে রক্ত বন্ধ হতে দেরী হয়, অন্যজন মাথা ও পায়ে বেশি আঘাত পাই, এবং চালকের মাথা পেটে যায়।
এশিয়াবিডি/সাইফ/হৃদয়

