রাজনগরের ১ হাজার পরিবারে খেলাফত মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আট ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করছে খেলাফত মজলিস। দ্বিতীয় ধাপে উপজেলার আটটি ইউনিয়নের এক হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। গত দুই দিনে রাজনগর উপজেলার ৬টি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার উত্তরভাগ ইউনিয়নে ফতেপুর ইউনিয়ন এ বিতরনের মধ্য দিয়ে শুরু হওয়া কার্যক্রম চলছে। প্রথম দিন উপজেলার উত্তরভাগ ইউনিয়নে ফতেপুর ইউনিয়নে ৪১৬ টি পরিবারের নিকট পৌঁছে দেয়া হয়।

জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আহমদ বেলালের ব্যবস্থাপনায় পরিচালিত খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ইন্ডিয়ান শাখা সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মৌলভীবাজার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মৌলভীবাজারের নূরুল কোরআন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, রাজনগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ওলিদ আহমদ প্রমুখ।

প্রথম ধাপে খেলাফত মজলিসের উদ্যোগে রাজনগর উপজেলার লকডাউন এলাকা ও দিনমজুর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।

প্রত্যেক পরিবারের জন্য প্রস্তুতকৃত প্যাকেটে রয়েছে-চাল, আলু, পেয়াজ, তেল,ডাল, খেজুর।

এশিয়াবিডি/সোহেল

আরও সংবাদ