দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৭০৬ ; এ পর্যন্ত সুস্থ্য ১৯১০

গত ২৪ ঘন্টায় দেশে টেস্ট ৫৮৬৭, নতুন আক্রান্ত রেকর্ড ৭০৬, মোট আক্রান্ত ১২৪২৫, নতুন সুস্থ ১৩০, মোট সুস্থ ১৯১০

করোনা আপডেট (৭ মে ২০২০)

বাংলাদেশ নতুন মোট
আক্রান্ত  ৭০৬   ১২৪২৫
মৃত্যু  ১৮৬
সুস্থ্য ১৩০  ১৯১০
পরীক্ষা ৫৮৬৭ ১১০৬৯৪ 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ