লকডাউন প্রত্যাহার করছে পাকিস্তান
পাকিস্তান শনিবার থেকে লকডাউন প্রত্যাহার করতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
গত মার্চ থেকে করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করে পাকিস্তান। এর প্রয়োগ কঠোর না হওয়ায় দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এখানে। আর মারা গেছেন ৫৬৪ জন। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫২৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৮ জন আক্রান্ত।
টেলিভিশনে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ‘আমরা এখন লকডাউন সমাপ্তির সিদ্ধান্ত নিচ্ছি। আমরা জানি, এমন সময় আমরা এই পদক্ষেপ নিচ্ছি যখন আমাদের সংখ্যা ঊর্ধ্বমুখী…তবে আমরা যেভাবে প্রত্যাশা করছি এটি সেভাবে শেষ হবে না।’
দরিদ্র পাকিস্তানিরা লকডাউনে টিকে থাকতে পারবে না উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘লকডাউন শুরুর পর আমাদের আশঙ্কা ছিল প্রতিদিন আয়ের ওপর ভিত্তি করে যেসব দিনমজুর তাদের সন্তানদের আহার জোগায় তাদের কী হবে।’
তিনি জানান, লকডাউন ধারাবাহিকভাবে প্রত্যাহার করা হবে। জনগণ সতর্ক না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সতর্ক করেছেন ইমরান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ