কক্সবাজারে আরো ২০ করোনা রোগী

কক্সবাজারের ল্যাবে আরো ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে কক্সবাজার জেলার ১৯ জন। অপর ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া।

নতুন ১৯ জনসহ কক্সবাজার জেলায় এখন মোট করোনা রোগী ৭০ জন। নতুন শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৫ জন কক্সবাজার সদর উপজেলার, ৯ জন পেকুয়া উপজেলার, ১ জন মহেশখালী উপজেলার, ১ জন রামু উপজেলার ও ৩ জন চকরিয়া উপজেলার।

ডা. অনুপম বড়ুয়া বলেন, ‘বুধবার কক্সবাজারের আটটি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগড়া থেকে ১৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ২০ জন করোনা পজিটিভ।

গত ৩৬ দিনে ২ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিক্যাল কলেজে স্থাপিত ল্যাবে। তাদের মধ্যে ৭৭ জন করোনা পজিটিভ। করোনা রোগীদের মধ্যে মহেশখালীর ১১ জন, টেকনাফের ৫ জন, উখিয়ার ৬ জন, রামুর ২ জন, চকরিয়ার ১৯ জন, কক্সবাজার সদরের ১৫ জন এবং পেকুয়ার ১২ জন। অপর ৭ জনের ৬ জন বান্দরবান জেলার এবং একজন চট্টগ্রামের লোহাগাড়ার।

ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ