স্বপ্ন রাজ্যের রূপ কন্যা

M Jahid Hasan Hridoy
রঙের প্রদিপ্ত বৈচিত্র্যে আকাশ যেমন রক্তিম মনোহর হয়,তেমনি প্রথম পরিচিতি হৃদয়াকাশ কে করে তুলে চিত্তহারে ও রক্তিমোজ্জল।প্রভাতের আকাশ যখন কোয়াশাে গম্ভীর ছিল,আর মৃত্তিকিরা সেজেছিল শিশির যুক্ত ঘাসে। শীতের হিম শিম প্রভাতে যখন আলসে মেয়েরা মায়ের বখনি খেয়ে ঘুমাচ্ছিল প্রকৃতির আপন রূপে মাতুয়ারা হয়ে তখন ঘা বাসিয়ে দিলাম শীতের ক্ষণ ক্ষণে বাতাসে। বেসে চলছিলাম দূর অদূরে। হঠাৎ অরুন্যের বুকে সূর্যের উঁকি। সূর্যের আঁলো ঘায়ে মেখে একটু উষ্ণতা অনুভব করলাম।ছুটে চলছিলাম গাঁয়ের মেঠোপথের পথিক হয়ে। চলছিলাম যেন মনে হচ্ছিল কল্পরাজ্যের ডানায় ভর করে উড়ছিলাম।হঠাৎ পথচলা থেমে গেল! যেন রেড সিগ্নালের মত কিছু একটা থামিয়ে দিল। নেত্রপর্দা উলঠাতেই ভেসে আসে পায়ের সামনে কি জানি কোন রাজ্যের রানীর ধন। একটু ঘা বেঁকিয়ে জিনিসটা হাতে নিলাম। ওহ্! এটা তো রূপসীদের পাঁয়ের নুুপুর। মাথা তুলতেই চোখের সামনে একটি হাত ভেসে উঠল এবং মাথার উপর থেকে কোমল শীতকাপা সূরে ধ্বনিত হল।এটি আমার নুপূর। রূপকন্যার প্রতিধ্বনি কর্ণে ভেসে আসায় ভিতরে নাড়া দিয়ে উঠল। অচিন পথে অচিন গাঁয়ে কে এই রূপসী…?

লগ্নের ব্যাঘাত না ঘটিয়ে একপলক চোখ অদৃশ্যের ফ্রেম বন্দি করে নিলাম।
দেখতে পেলাম সূর্যের রাজ্য চাঁদের প্রতিচ্ছবি। তাকে দেখার সাথে সাথে রূপ বসন্তের সন্জীবনি সমিকরণ যেন সজিবতা বয়ে আনল হৃদয়ে। স্রষ্ট্রা থাকে এত রূপ রঙ অপূর্ব দান করলেন যেন তার রূপ সুন্দর্যের ইর্ষায় ফুলদের মুখ ও ফ্যাকাসে হয়ে যায়। মনে হয় তার চাহনিতে তারা মুখ লুকায় লজ্জায়। তাঁর এলোমেলো চুল গুলো মৃদ বাতাসে এমনভাবে উড়ছে যেন মনে হচ্ছে মৌমাছিরা সুঘ্রাণ ছড়াচ্ছে। তাঁর সুন্দর্যের সঠিক ও যথাযথ ব্যাখ্যা কলমের কালিতে রূপায়িত করা অসম্ভব।বআমি শুধু থাকিয়ে রইলাম অদৃশ্য কল্পনাবতীর রূপ রাজ্যের প্রতি। তাঁর গোলাপী ঠোট দুটি উত্তাল সাগরের ঢেউ। যেন ঢেউ এর প্রতি ঢেউ অদৃশ্য এক মায়ায় আকর্ষণ করে বেড়াচ্ছে। আমি থাকিয়ে রইলাম!

হঠাৎ নাগিন ভেসে আমার হাত থেকে নুপুরখানি নিয়ে গেল। আমি নিস্তব্ধ সেখানেই দাড়িয়ে রইলাম। খানিকটা পর সজাগ হল আমার পঞ্চইন্দ্রীয়। তাকে আরেক পলক দেখার জন্য অস্তির হয়ে গেলাম। কিছু দূর যাবার পর অনল নিভাতে মনের টানে সে থাকাল।

উহ্ কি থাকানো! আমার অঙ্গ প্রত্যঙ্গ আনন্দে নেচে উঠল। হারিয়ে গেলাম উল্লাসের ভেলা ভূমিতে। আমার এই বেহাল দশা দেখে সেও না হেসে পারলনা।
তার হাসি দেখে মনে হচ্ছিল যেন মুক্তা ঝরতেছিল। মন চেয়েছিল হাতদ্বয় মুক্তা গুলো কুড়িয়ে নিতে। চলে গেল সে, আমিও ফেরার পথ ধরলাম। কিছুতেই চোখ থেকে সড়াতে পারছিলমনা তাকে। হৃদয়ে অন্ত গহিনে তার প্রতিচ্ছবি বার বার ভেসে ভেড়াচ্ছিল। সে মাহেন্দ্র ক্ষণ থেকে ইচ্ছেরা শুধু তাকে কেন্দ্র করে খেলা করে। কল্পনার রাজ্যে শুধু তারই বসবাস। মনের ক্যানভাসটা পুরোটাই তার দখলে চলে গেল।কারণ সে তো এমনিই।
তার নয়নদ্বয় যেন পাহাড়ের ঝর্ণা,
রূপ লাভন্যে সে যেন অন্যপূর্ণা।
সে ছিল আমার স্বপ্ন রাজ্যের রূপ কন্যা।

লেখকঃ
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষ)

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 

আরও সংবাদ