নিরবেই অসহায়দের পাশে ছাত্রনেতা অপু

করোনার এই দুর্যোগকালীন সময়ে গরীব, অসহায় ও মধ্যবিওের পাশে দাড়িয়েছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাকের আহমদ (অপু)।

ছাত্রনেতা অপু কোনো ধরনের প্রদর্শনেচ্ছা, ছবি তোলা ছাড়াই অসহায়দের পাশে দাড়িয়েছেন। একরকম নিরবেই সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তিনি। কাউকে নগদ টাকা দিয়ে এবং কাউকে বিকাশ এর মাধ্যমে টাকা দিয়ে সহযোগিতা করছেন। কারো কারো বাসায় গোপনে খাবার পৌছেঁ দিয়েছেন।

অপু বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একজন মানুষ হিসেবে মানুষের বিপদে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই আমি এগিয়ে এসেছি।

অপু জানান, যারা অসহায় অবস্থায় আছেন, অসহায়ত্বের কথা বলতে পারছেন না বা কারো কাছ থেকে লজ্জায় এাণ নিচ্ছেন না। তারা যেন তাকে ম্যাসেজ বা কল দেয়। তিনি তাদের সহযোগিতা করবেন। এরইমধ্যে নীরবে তার কাছ থেকে অসংখ্য মানুষ সহযোগিতা পেয়েছে।

উল্লেখ্য, মানবিক এই ছাত্রনেতা ইতিমধ্যে অনেক গরিব অসহায় ছাত্রছাএীদের লেখাপড়ার দায়িত্ব বহন করে এবং গরিব অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ