১০ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত!

শুক্রবার (৮মে) পর্যন্ত গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার ১০ জন শ্রমিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের চারজন নারী এবং ছয়জন পুরুষ। আক্রান্ত শ্রমিকরা জেলার হাসপাতাল ও ভাড়া বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ।

শিল্প পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, করোনা পজেটিভ ওই ১০ শ্রমিক গাজীপুর জেলার বিভিন্নস্থানে অবস্থিত ৭টি কারখানার শ্রমিক। এদের মধ্যে দুই শ্রমিক গাজীপুরে ও ৮ শ্রমিক নিজ নিজ জেলায় অবস্থানকালে নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। বর্তমানে তাদের মধ্যে তিনজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে, একজন টঙ্গীর গণস্বাস্থ্য কেন্দ্রে এবং অন্য ৬ জন শ্রমিক তাদের গাজীপুরের ভাড়াবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪ জন শ্রমিক সুনামগঞ্জ জেলার অধিবাসী। এদের মধ্যে রয়েছেন সহোদর ভাইবোন ও অপর দুইজন সহদোর বোন এবং ময়মনসিংহ ইশ্বরগঞ্জ থানার দুই শ্রমিক। অন্য শ্রমিকরা রংপুর, নওগা, জয়পুরহাট ও লালমনিরহাটের অধিবাসী।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ