পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছাতে পারে। এমন আভাস দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই এর এক উর্ধ্বতন কর্মকর্তা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজের জন্য প্রয়োজনে দেশটিতে গিয়ে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে প্রস্তুত ভারতীয় দল। যদিও দর্শক বিহীন গ্যালারিতে খেলা হলে ক্রিকেটের আবেদন কমে যাবে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

একে একে স্থগিত হয়ে গেছে ক্রিকেটের দ্বিপাক্ষিক সব সিরিজ। তবে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত দিতে, জুন পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থ আইসিসি। করোনার প্রকোপ থামার নামগন্ধও নেই, তারপরও থেমে নেই আলোচনা। এই বিশ্ব আসর নিয়ে চলছে নানা গুঞ্জনও। এবার ভারতীয় বোর্ডের এক কর্তা ইঙ্গিত দিলেন, পেছানো হতে পারে টি -টোয়েন্টি বিশ্বকাপ।

বিসিসিআই’র কোষাধ্যক্ষ অরুন ধুমাল জানান, ক্রিকেটাররা অনেকদিন ধরে খেলার বাইরে আছে। আপনি কি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ওদেরকে সরাসরি বিশ্বকাপে খেলতে পাঠিয়ে দেবেন? সবগুলো বোর্ডই এ বিষয়ে ভাবছে। আমার মনে হয় নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা কঠিন হবে।

ক্রিকেট মাঠে নেই, দিনে দিনে আর্থিক ক্ষতির অংকটা বাড়ছেই। যতো দিন যাচ্ছে, কর্তাদের দুঃশ্চিন্তাও বাড়ছে। এই যেমন, ভারতের অস্ট্রেলিয়া সফরটা বাতিল হলেই আশঙ্কা করা হচ্ছে ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতির। তাই যেকোনো ভাবেই দ্বিপাক্ষিক এই সিরিজটি বাঁচাতে চায় অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশটির ক্রীড়ামন্ত্রীও চলতি বছরের শেষভাগে অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফেরানোর বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনাগ্রহ থাকলেও ক্রিকেটের আরেক মোড়ল ভারত আছে অজিদের পাশে।

অরুন ধুমাল জানান, দেখুন, আর কোন উপায় তো নেই। সবাই চায় মাঠে ক্রিকেট ফিরুক। সেজন্য যা যা করার সবাই তা করবে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বড় কোন সমস্যা নয়। এমনিতেই সবাই দীর্ঘদিন ধরে লকডাউনে আছে। অস্ট্রেলিয়ায় গিয়ে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থেকে এরপর মাঠে নামতে কারো কোন সমস্যা হবার কথা নয়।

আইপিএলের এবারের আসরের ভবিষ্যত নিয়ে অবশ্য এখনো কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন এই বিসিসিআই কর্তা।

অস্ট্রেলিয়া সিরিজ হোক কিংবা আইপিএল, প্রস্তাবনা আছে দর্শকশুন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের। দর্শকবিহীন গ্যালারি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্যের মাঝে এবার মুখ খুললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। তার মতে, ক্রিকেটের আবেদন তাতে অনেকটাই কমে যাবে।

বিরাট কোহলি জানান, আমি জানিনা অন্যরা সবাই এটিকে কিভাবে দেখছে। কিন্তু আমরা সবাই হাজারো দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। সমর্থকদের উন্মাদনা আমাদেরকে মাঠে সাহস যোগায়। দেখুন, ম্যাচে যে উত্তেজনা বিরাজ করে, হাড্ডাহাড্ডি লড়াই হয়, তার পেছনে দর্শকদের অবদানও কিন্তু কম নয়। ওরা না থাকলে আমি আসলেই জানিনা কি হবে!

ডিসেম্বরে চারটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন

আরও সংবাদ