কক্সবাজারে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত

Gulaguli bonduk juddo

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে রোহিঙ্গা মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (৯ মে) ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন, নুর মোহাম্মদ ও মোঃ রফিক।তারা দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানাগেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিয়মিত অভিযানে পুলিশ সদস্যের উপরে গুলিবর্ষণ করেন মাদক কারবারিরা। পুলিশও পাল্টা গুলি চালালে এতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী ও মাদককারবারি গুলিবৃদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা ও উদ্ধার করা হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় বলে জানান ওসি।

এশিয়াবিডি/কামরান/সানী

আরও সংবাদ