শেড অব হাসনাবাদের পক্ষ থেকে ৬০টি পরিবারকে সহায়তা প্রদান

করোনাভাইরাস(কোভিড-১৯) প্রাদূর্ভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে অসচ্ছল ও কর্মহীন ঘরমুখী মানুষগুলো। এমতাবস্থায় খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শেড অব হাসনাবাদ সামাজিক সংগঠন।

এই দূর্যোগ মুহুর্তে ৬০টি পরিবারের হাতে রাতের অাঁধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে এই সামাজিক সংগঠনটি।

শেড অব হাসনাবাদের চেয়ারম্যান রফিক সুমন মহান রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করে বলেন,প্রথমেই, যারা দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষকে সাহায্য করেছেন। তাদেরকে শেড অব হাসনাবাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ । শেড অব হাসনাবাদ মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্টা লাভ করেছে।আমাদের উদ্দেশ্য দল মত নির্বিশেষে মানবতার তরে কাজ করা।আমাদের কাজ শেষ নয় আরো অনেক কাজ বাকি সবাইকে এক হয়ে ভালো কাজে এগিয়ে আসতে হবে। পরিশেষে, আল্লাহ তা’য়ালা যেন আমাদের কাজকে কবুল করেন এবং প্রতিটা জায়গার যুবকরা যেন মানব সেবায় এগিয়ে আসেন এই প্রত্যাশা রইলো।

এশিয়াবিডি/সাইফ/মারুফ

 

আরও সংবাদ