বালাগঞ্জে কৃষকের ধান কেটে দিল গ্রাম পুলিশ

করোনা পরিস্থিতিতে শ্রমিক ও অর্থ সংকটে ভোগা কৃষকের বোরো ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশেরা।

শনিবার দুপুরে স্থানীয় হাওনিয়ার হাওরে রতন পুর গ্রামের সেলিম আহমদ ও হুছন মিয়ার কয়েক শতক জমির ব্রি ২৯ পাকাধান কেটে দিয়ে ধানকাটা কার্যক্রমের সূচনা করেন গ্রাম পুলিশেরা।

এতে অংশ গ্রহন করেন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ মো. আয়ুব আলী, আজিজ উল্যা, নিতেন্দ্র দাশ, তরিক উল্যা, আছমত আলী, ফাতেমা বেগম, ছুফিয়া বেগম।

এ ব্যাপারে দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম গ্রাম পুলিশদের এ মহতি উদ্যোগের কৃতজ্ঞতা জ্ঞাপণ পূর্বক মহামারির এই ক্লান্তি লগ্নে যার যার সাধ্য অনুযায়ি পরস্পর সহযোগীতায় এগিয়ে আাসতে সবার প্রতি আহবান জানান।

এশিয়াবিডি/সইফ/তারেক

 

আরও সংবাদ