কানাইঘাটের ৪ ইউনিয়নে ত্রাণ বিতরণ
কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ, ৮নং ঝিংগাবাড়ী, ৭নং দক্ষীণ বাণীগ্রাম ও ৪নং সাতবাঁক ইউনিয়নের দরিদ্র অসহায় জনসাধারণের মধ্যে সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউপি কমপ্লেক্স মাঠে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় দেড় শতাধিক লোকজনের মধ্যে হাফিজ আহমদ মজুমদারের বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় ৯নং রাজাগঞ্জ ইউপি আওয়ামী লীগের সভাপতি বিলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিজ, ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সুহেল রানা চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক চুনু সহ ৯নং রাজাগঞ্জ ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুরে মস্তাক আহমদ পলাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঝিংগাবাড়ী এলাকার অসহায় লোকজনের মধ্যে হাফিজ আহমদ মজুমদার এমপির ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দক্ষীণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সায়েম আহমদ, ৮নং ঝিংগাবাড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ ৮নং ঝিংগাবাড়ী ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুর দেড়টায় উপজেলার ৭নং দক্ষীণ বাণীগ্রাম ইউপি কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাফিজ আহমদ মজুমদার এমপির ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করেন মস্তাক আহমদ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দক্ষীণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, আওয়ামী লীগ নেতা সায়েম আহমদ, ইউপি আওয়ামী লীগের সভাপতি মাষ্টার সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মামুন রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন, শফিক আহমদ সহ দক্ষীণ বাণীগ্রাম ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকাল ৩টায় উপজেলার ৪নং সাতবাঁক ইউপি কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাফিজ আহমদ মজুমদার এমপির ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, ইউপি আওয়ামী লীগের সভাপতি মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদক আব্দুন নুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ সহ সাতবাঁক ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ উপজেলার ৭নং দক্ষীণ বাণীগ্রাম ইউপির লামার তালুক গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত দিন মজুর ফারুক আহমদের অসহায় পরিবারকে নগদ ৫ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করেছেন। শনিবার দুপুরে ফারুক আহমদের হাতে মস্তাক আহমদ পলাশের সহযোগিতার টাকা গুলো ফারুক আহমদের হাতে তুলে দেন ৭নং দক্ষীণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ।
এশিয়াবিডি/সাইফ/আলিম

 
			 
 