মৌলভীবাজারে আরও ৫ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে আরও ৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন নাার্স ও একজন পুলিশ সদস্য রয়েছেন।
শনিবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ এশিয়াবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত ৫ জনের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩ জন এবং ঢাকা থেকে ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এই ৫ জনের মধ্যে মৌলভীবাজার সদরের ১ জন নার্স এবং রাজনগরের ১ জন পুলিশ সদস্য রয়েছেন। বাকি ৩ জন কমলগঞ্জ উপজেলার।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

